শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ পদযাত্রা’র নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, অস্ত্রের মহড়া জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে গতকাল রবিবাবর এক বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ উপজেলা যুবলীগ এর সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান শেখ, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা যুব লীগ সাধারণ সম্পাদক খ.ম শামীম, হারুনুর রশিদ, লিটন চৌধুরী, ইমরান, তাহেরুল ইসলাম, পিন্টু মিয়া, উপজেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক মাসুম পারভেজ মুকুল প্রমুখ।
Leave a Reply