শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ “ হাতের পরিচ্ছন্নতায়-এসো সবে এক হই” এই শ্লোলগান কে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী পৌরশহর প্রদক্ষিণ করে । পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জাহানারা বেগম, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা একাডেমিক সুপারভাইজার পদ্ম রানী সাহা,জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস কর্মকর্তা আঃ করিম, এস.এম অমিত, সোলায়মান আলী রাসু প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com