1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় জামায়াতের সংসদীয় আসনের নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত সোনাতলায় অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ভ্যান চালককে গরু দিলেন ইউপি চেয়ারম্যান টুল্লু সোনাতলায় নাম্বার বিহীন ট্রাকের যন্ত্রাংশ আলাদা করার সময় দুইজন আটক বগুড়ায় ধান কেটে মজুরি না পাওয়ায় ৫ দিনমজুরের থানায় অভিযোগ গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া কলেজ সরকারীকরণের দাবীতে লিফলেট বিতরণ কাহালুতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার কাহালুতে দুই ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় ১০২ মুক্তিযোদ্ধাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চিঠি সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

শিবগঞ্জে মসজিদের মুসুল্লিদের সাইকেল চুরি করতো রবিউলঃ হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ

  • মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৫

গোলাম রব্বানী শিপন, মহাস্থান বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জে সাইকেল চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার নাম রবিউল ইসলাম (২৮)। সে জয়পুরহাট জেলার বাকরা গ্রামের জসিম উদ্দিনের পুত্র। আটককৃত চোরের টার্গেট শুধু মসজিদের মুসুল্লিদের বাই সাইকেল। তবে চুরি যাত্রায় ৫ম বারের মত সাইকেল চুরি করতে এসে শেষ রক্ষা হলো না তার। ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের ফাঁসিতলা বাজার।
সরেজমিনে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, উপজেলা ফাঁসিতলা বাজারে প্রায় দিনই চুরির ঘটনা ঘটে। বিশেষ করে অনাড়ম্বর সাইকেল চুরির ঘটনাই বেশি। গত কয়েক মাসে ৪টি সাইকেল চুরি হয়েছে। যার মধ্যে সাইকেল রেখে মসজিদে নামাজে গেলেই পরে এসে আর সাইকেল পাওয়া যায় না। সাইকেল চুরি থেকে রক্ষা পায়নি মসজিদের ইমাম।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার এশার নামাজের সময় মকবুল হোসেন নামের এক মুসুল্লি বাই সাইকেল রেখে নামাজ পড়তে মসজিদে প্রবেশ করেন। আর এই সুযোগে পূর্বের মতোই সাইকেল চুরি করে পালাতে থাকে চোর রবিউল। পরে স্থানীয় কয়েকজন ধাওয়া দিয়ে আটক করে পুলিশে দেয়। এর আগে একই ভাবে ৪ টি সাইকেল চুরি হয়েছে। সাইকেল হারানো ৪ ভুক্তভোগীরা হলেন, আলহাজ্ব আবুল হোসেন, মফিজ উদ্দিন, আব্দুল মান্নান, ও মসজিদের ইমাম। বাইসাইকেল চোর রবিউল ইসলাম সে একজন পেশাদার চোর। এর আগেও বিভিন্ন জায়গা থেকে সাইকেল চুরি করেছেন। তার টার্গেট মসজিদের পাশে কোন মুসুল্লি সাইকেল রেখে মসজিদে প্রবেশ করলেই সাইকেল নিয়ে চম্পট দিতেন। সাইকেল চুরিই যেন তার বড় বিদ্যা।
এবিষয়ে ফাঁসিতলা বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন বলেন, শুধু বাই সাইকেল চুরিই নয়, ফাঁসিতলা বন্দর এলাকায় সাম্প্রতিক চুরির ঘটনা বেড়েই চলেছে। ফাঁসিতলা বন্দরে পানীর মটর সহ আরও বেশকিছু মূল্যবান জিনিসপত্র মাঝে মাঝেই চুরির ঘটনা ঘটছে। চুরির ঘটনায় বন্দরে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছিল। যার সুফল হিসেবে আজ সাইকেল চোরকে ধরতে আমরা সক্ষম হয়েছি। ভবিষ্যতেও আমরা এমন সতর্ক অবলম্বন করবো। সংবাদ পেয়ে শিবগঞ্জ থানার এসআই রাজ্জাক হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে চোরকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসাধারণের সহযোগিতায় একজন চোরকে আটক করে পুলিশের হেফাজতে দেওয়া প্রশাংসার দাবি রাখে। শুরু চোর নয়, চুরি, ডাকাতি, ছিনতাই, ভূমি দখল, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের স্থান শিবগঞ্জের মাটিতে হবে না। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট