শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ দলিল লেখক সমিতি শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মৃত দলিল লেখকগণের পরিবারের মাঝে ১৬ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার শিবগঞ্জ সাব-রেজিষ্ট্রী অফিস চত্বরে সমিতির সভাকক্ষে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশ দলিল লেখক সমিতির উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, দলিল লেখক ছোলায়মান আলী, সিরাজুল ইসলাম, আব্দুল মজিদ, আহসান হাবীব, এনামুল হক, স্ট্যাম্প ভেন্ডার মাহেদুল ইসলাম লাকী, মাহবুর রহমান মতি, মনোয়ার হোসেন, মোনায়েম হোসেন ইকবাল, মিজানুর রহমান মিলন, হেলাল আহম্মেদ, ওবাদুর হক স্বপন। মৃত দলিল লেখকরা হলেন আমিরুজ্জামান, মোজাহার হোসেন, মোশারফ হোসেন, গোলজার রহমান, এনামুল হক, হিমাংশু কুমার, বেলাল হোসেন, আব্দুল ওহাব, শ্যামল কুমার, ইউনুছ আলী, আনছার আলী, মোজাম্মেল হক, আব্দুর রহিম, আজিমুদ্দিন, হাফিজার রহমান, আব্দুর জোব্বার। নিহত এই ১৬টি পরিবারের মাঝে ১ লক্ষ টাকা করে চেক বিতরণ করা হয়। পরে অত্র সমিতির সভাকক্ষে মৃত দলিল লেখকগণের পরিবারদের নিয়ে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
Leave a Reply