1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ার শিবগঞ্জে পুত্রবধূকে ধষর্ণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার সোনাতলায় জামায়াতের সংসদীয় আসনের নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত সোনাতলায় অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ভ্যান চালককে গরু দিলেন ইউপি চেয়ারম্যান টুল্লু সোনাতলায় নাম্বার বিহীন ট্রাকের যন্ত্রাংশ আলাদা করার সময় দুইজন আটক বগুড়ায় ধান কেটে মজুরি না পাওয়ায় ৫ দিনমজুরের থানায় অভিযোগ গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া কলেজ সরকারীকরণের দাবীতে লিফলেট বিতরণ কাহালুতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার কাহালুতে দুই ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় ১০২ মুক্তিযোদ্ধাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চিঠি

শিবগঞ্জে যাতায়াতের রাস্তায় প্রতিপক্ষের তারকাটার বেড়াঃ জনগণের দূর্ভোগ

  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯
Exif_JPEG_420

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ পৌরসভা এলাকায় প্রভাবশালী কর্র্তৃক যাতায়াতের রাস্তায় কাটা তাড়ে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, জন সাধারণের চরম দূর্ভোগ, মেয়র সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার পৌর এলাকার তেঘরী গ্রামে।
জানা যায়, শিবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের তেঘড়ী মধ্যপাড়া গ্রামের স্কুলগামী শিশুদের ও জন সাধারণের চলাচলের একমাত্র রাস্তাটি গ্রামের প্রভাবশালী শাহজালাল মিয়া কাটা তাড়ে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে । রাস্তা খুলে দেওয়ার দাবীতে গ্রামবাসীর পক্ষ থেকে পৌর মেয়র সহ বিভিন্ন স্থানে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সরেজমিনে ঘটনাস্থলে গেলে শত শত নারী-পুরুষ জানায় বন্ধ করা রাস্তা দিয়ে শত শত শিশু শিক্ষার্থীর গ্রামের ভ্যান রিক্সা, পায়ে হাটার একটি মাত্র রাস্তা। দীর্ঘদিন থেকে গ্রামের সাধারণ মানুষ এই পথ দিয়ে চলাচল করতে থাকে। রাস্তাটি বন্ধ করায় কোমলমতি শিশুরা স্কুলে যেতে পারছে না এর পাশাপাশি গ্রামের সাধারণ মানুষ কোন যান বহন বের করতে পারছে না। অটোভ্যান চালক তাজেল, সবুজ, জয়নাল, মোফাজ্জল বলেন, দ্ইু দিন ধরে ভ্যান গুলো বাড়ী মধ্যে রয়েছে। গাড়ী বের করতে পারছিনা ফলে আমি পরিবারের লোকজন নিয়ে বিপদে পড়েছি। কি দিয়ে চলবে সংসার, স্কুল শিক্ষার্থী সুমানা, তাছলিমা মত অনেকেই জানান, দুই দিন ধরে আমরা স্কুলে যেতে পারি নাই। রাস্তা খুলে না দিলে আমরা স্কুলে যেতে পারবো না। তারা আরো জানান, যাওয়ার পথটি বন্ধ করে দিয়েছে শাহজালাল। রাস্তাটি খুলে দিন, আমরা স্কুলে যাবো। এদিকে রাস্তা খুলে দেওয়ার দাবীতে গ্রামবাসীর পক্ষ থেকে পৌর মেয়র বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, এ সংক্রান্তে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিপক্ষ শাহজালাল এর সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট