শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ পৌরসভা এলাকায় প্রভাবশালী কর্র্তৃক যাতায়াতের রাস্তায় কাটা তাড়ে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, জন সাধারণের চরম দূর্ভোগ, মেয়র সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার পৌর এলাকার তেঘরী গ্রামে।
জানা যায়, শিবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের তেঘড়ী মধ্যপাড়া গ্রামের স্কুলগামী শিশুদের ও জন সাধারণের চলাচলের একমাত্র রাস্তাটি গ্রামের প্রভাবশালী শাহজালাল মিয়া কাটা তাড়ে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে । রাস্তা খুলে দেওয়ার দাবীতে গ্রামবাসীর পক্ষ থেকে পৌর মেয়র সহ বিভিন্ন স্থানে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সরেজমিনে ঘটনাস্থলে গেলে শত শত নারী-পুরুষ জানায় বন্ধ করা রাস্তা দিয়ে শত শত শিশু শিক্ষার্থীর গ্রামের ভ্যান রিক্সা, পায়ে হাটার একটি মাত্র রাস্তা। দীর্ঘদিন থেকে গ্রামের সাধারণ মানুষ এই পথ দিয়ে চলাচল করতে থাকে। রাস্তাটি বন্ধ করায় কোমলমতি শিশুরা স্কুলে যেতে পারছে না এর পাশাপাশি গ্রামের সাধারণ মানুষ কোন যান বহন বের করতে পারছে না। অটোভ্যান চালক তাজেল, সবুজ, জয়নাল, মোফাজ্জল বলেন, দ্ইু দিন ধরে ভ্যান গুলো বাড়ী মধ্যে রয়েছে। গাড়ী বের করতে পারছিনা ফলে আমি পরিবারের লোকজন নিয়ে বিপদে পড়েছি। কি দিয়ে চলবে সংসার, স্কুল শিক্ষার্থী সুমানা, তাছলিমা মত অনেকেই জানান, দুই দিন ধরে আমরা স্কুলে যেতে পারি নাই। রাস্তা খুলে না দিলে আমরা স্কুলে যেতে পারবো না। তারা আরো জানান, যাওয়ার পথটি বন্ধ করে দিয়েছে শাহজালাল। রাস্তাটি খুলে দিন, আমরা স্কুলে যাবো। এদিকে রাস্তা খুলে দেওয়ার দাবীতে গ্রামবাসীর পক্ষ থেকে পৌর মেয়র বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, এ সংক্রান্তে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিপক্ষ শাহজালাল এর সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Leave a Reply