শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে সাইকেল চোর সন্দেহে ওমিত হাসান (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে নিহতের ভাই রাছেল মিয়া ৩০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
নিহত অমিত হাসান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের জাফরুল ইসলামের ছেলে।
এর আগে গত বুধবার উপজেলার ডাকুমারা বন্দরের ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে ওমিত হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর স্থানীয় দোকানীরা দোকানপাট বন্ধ করে গা ঢাকা দিয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com