1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :

শিবগঞ্জে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি জিন্নাহ্

  • সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯২
গোলাম রব্বানী শিপন, মহাস্থান বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জের বহুল প্রত্যাশিত হাতিবান্দা-অনন্তবালা রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন, বগুড়া-২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা (এমপি) শরিফুল ইসলাম জিন্নাহ্।
রবিবার বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে এ রাস্তা পাকাকরণ  কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া মোনাজাত করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে  অনন্তবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সূধী সমাবেশের আয়োজন করা হয়। রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি’র সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি শরিফুল ইসলাম জিন্নাহ।
তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে শিবগঞ্জে ২ মেয়াদে এমপি হয়ে যে উন্নয়ন মূলক কাজ হয়েছে এর আগে অনেক এমপির পালাবদল হয়েছে এভাবে কেউ কাজ করতে পারেনি। আগামীতে সবাই এক যোগে লাঙ্গলে ভোট দিয়ে তাকে পুনরায় নির্বাচিত করলে উপজেলার উন্নয়ন তথা মানুষ নানা সুবিধা ভোগ করবে বলে তিনি যোগ করেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।  তিনি বলেন, বিগত ৯ বছরে শরিফুল ইসলাম জিন্নাহ শিবগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের স্বাক্ষর রেখেছেন। বর্তমান এমপি শিবগঞ্জ উপজেলাকে উন্নত মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল শ্রেণি-পেশার মানুষ আন্তরিক সহযোগিতার প্রয়োজন। আগামী সংসদ নির্বাচনে সকলের বৃহত্তর স্বার্থে জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহকে বিজয়ী করার জন্য তিনি  আহবান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব হুসাইন শরীফ সঞ্চয়(এমবিএ), ইউপি সদস্য ফারুক হোসেন, সমাজ সেবক আব্দুল মান্নান, হাসিবুল ইসলাম স্বপন। উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টি নেতা সামছুল আলম তালুকদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী,ইয়াকুব আলী,নজরুল ইসলাম,শহিদুল ইসলাম বকুল,  মোশারফ হোসেন,মোজাফফর হোসেন,বাবলু মিয়া,শাজাহান আলী,আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম,কার্য সহকারী সহিদুল ইসলাম,
ইউপি সদস্য  আলমগীর হোসেন লালু,বেলাল হোসেন মন্ডল,জহুরুল ইসলাম,ইসরাফিল হোসেন,সাবেক ইউপি সদস্য সফিউজ্জামান সাইফুল ,যুব সংহতি নেতা শেখ ফজলুল বারী, দেলোয়ার হোসেন,জিহাদ ইসলাম আল আমিন ,রেজাউল করিম রেজা,মোকারম হোসেন খোকন,সিবলী,রাহেল বাকী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জাতীয় ছাত্র সমাজ নেতা গোলাম মোস্তফাসহ নানা শ্রেণি পেশার মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট