মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে সাইকেল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বুধবার বেলা ৩ টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ডাকুমারা বন্দর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় ঐ বন্দরের দোকানপাট বন্ধ করে পালিয়েছে স্থানীয় দোকানীরা।
নিহত যুবকের নাম ওমেত আলী(২৫)। সে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর এলাকা পাড়া গ্রামের জাফুরুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পুলিশ পরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম সবুজ জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান,সাইকেল চোর সন্দেহে স্থানীয় জনতার হাতে আটক হওয়ার পর গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
Leave a Reply