শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এসময় গৃহবধূ আত্মচিৎকার দিলে ইট দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায় ওই সাবেক ইউপি সদস্য দেউলী ইউপির মধুপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আনারুল ইসলাম। এবিষয়ে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন নির্যাতনের শিকার ওই গৃহবধূ।
এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর (৩২) এর স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে থাকে। এ সুযোগে গৃহবধূর উপর কুনজর পড়ে প্রতিবেশী আনারুলের। রাস্তাঘাটে গৃহবুধুকে মাঝেমাঝেই উত্ত্যক্ত করতো সে। গতকাল শনিবার সকাল ১১ টায় গোয়ালঘর পরিষ্কার করছিল গৃহবধু। বাড়িতে তখন ওই গৃহবধূ ছাড়া কেউ ছিল না। এ সুযোগে গৃহবধূর শয়নঘরের দরজা খুলে লুকিয়ে ওঁৎপেতে থাকে আনারুল। পরে গোয়ালঘরের কাজ শেষে ঘরে ঢুকতেই আনারুল গৃহবধূকে জাপটে ধরে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় গৃহবধূ চিৎকার দিলে আনারুলের কাছে থাকা বার্মিজ চাকু দিয়ে প্রাণনাশের ভয় দেখায়। এরপরেও ভয়ে গৃহবধু আরো জোড়ে আত্মচিৎকার দিলে আনারুল দরজার পাশে পড়ে থাকা ইট দিয়ে গৃহবধূর বুকে ও মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারিয় ফেলে ওই গৃহবধূ। ইতিমধ্যে ঘটনাস্থলে প্রতিবেশীরা পৌছিলে আনারুল দৌড়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা গৃহবধুকে অজ্ঞান অবস্হায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম বলেন, ঘটনান প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা রেকর্ড করা হয়েছে। দ্রুত আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply