শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শিবগঞ্জে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আসমা বেগম কে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাত ২টায় পুলিশি অভিযান চালিয়ে সদর থানার নামাজগড় এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিবার দুপূরে আটকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ।
পুলিশ জানায়, ১৯৯৮ সালে অক্টোবর মাসে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ নয়াপাড়া গ্রামের জোব্বার খুন হয়। এ ঘটনায় নিহতর পরিবারের পক্ষে গত ২৯ অক্টোর ১৯৯৮ সালে ৩৪/৩৪১ নম্বর একটি হত্যা মামলা দায়ের করে। বিজ্ঞ আদালতে মামলার বিচার কার্য শেষ হলেও আসামী আসমা দীর্ঘদিন পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। শিবগঞ্জ থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী আসমা কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, হত্যা মামলার পলাতক আসামী আসমা কে গ্রেফতার করে বগুড়া জেল হাজুতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply