সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জে আবদুল হান্নান হত্যার ঘটনায় মামলার তিন মাস পর আসামি আবুল কালাম হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার ভাইয়ের পুকুরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই উপজেলার বাদলাদীঘি গ্রামের বাসিন্দা।
সিআইডির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ জুন মামলার এজাহারনামীয় আসামি ডিশ ব্যবসায়ী রেজাউল করিম ও আবু সাঈদের বাড়িতে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দিয়ে ব্যবহার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ অফিসের কর্মরত লোকজন যান। ওই সময় আবুল কালাম হোসেন, রেজাউল করিম, আবু সাঈদসহ অন্যান্য লোকজন মিলে বিদ্যুৎ অফিসে কর্মরত আবদুল হান্নানকে পিটিয়ে হত্যা করে। পরে সিআইডির একটি দল সোমবার বিকেল ৫টার দিকে হত্যার মামলার আসামি আবুল কালামকে গ্রেপ্তার করে।
সিআইডির পুলিশ পরিদর্শক আবদুল হান্নান জানান, গ্রেপ্তার হওয়া ওই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
Leave a Reply