গোলাম রব্বানী শিপনঃ বগুড়ার শিবগঞ্জে গাছের চারা রোপণ বাস্তবায়নে ৫ হাজার ফলজ ও বনজ চারাগাছ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় মহাস্থান সান কেজি স্কুল অ্যান্ড হাইস্কুল মাঠে ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ’র উদ্যোগে উপজেলা পর্যায়ে ৫হাজার বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে এমপি জিন্নাহ সবাইকে সর্বোচ্চ প্রচেষ্টায় নিজ বাড়ির আঙিনায় ও আশেপাশের খালি পতিত জায়গায় চারাগাছ লাগাতে বলেন।
এসময় চারাগাছ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা জাতীয়পার্টির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, বুড়িগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তি যোদ্ধা আফজাল হোসেন, রায়নগর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি মোশাররফ হোসেন, জাপা নেতা মোশাররফ হোসেন, মোজাফফর হোসেন প্রমূখ।
Leave a Reply