গোলাম রব্বানী শিপনঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী- সমর্থকদের যুক্ত করে মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় শিবগঞ্জ পৌর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বলা হয় শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওয়াহাব ও পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আল আমিন কর্তৃক উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের যুক্ত করে যে মামলা দায়ের করেছেন এটিতে তারা কখনো যুক্ত নয়। এটি প্রতিহিংসা মূলক।
মানববন্ধন থেকে মামলার আসামী শিবগঞ্জ পৌর বিএনপির নির্বাহী সদস্য, উপজেলা জাসাস এর সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুবদল নেতা লুৎফর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন হত্যার ঘটনায় পুলিশ ৫ আগস্টের আগে বিএনপি, জামায়াতের নেতা-কর্মী ও আন্দোলনের সমন্বয়কদের আসামি করেছিলেন।
গত জুলাই-আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থান রুখতে আওয়ামী লীগ সরকার যে নজিরবিহীন দমন–পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে, তার বিচার হতেই হবে।
কিন্তু আমরা বিএনপি করি আমাদের প্রতিহিংসার রাজনীতির বলির পাঠা করে আমাদের বিরুদ্ধে ঢালাওভাবে হত্যা মামলা দেওয়া হচ্ছে। আমরা যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করি বা কোন অনিয়ম করে থাকি তাহলে আমাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু হত্যা মামলা কেন? ২০১৮ সালের শাহ আলম সুজা হত্যা মামলায় আমাকে শ্রমীকলীগ বানিয়ে হত্যা মামলা কেন দেওয়া হলো? এছাড়া আরেকটি বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আলী আকবর, আহম্মেদ আলী, রুবেল আহম্মেদ, গোলাম রসূল, শফিকুল ইসলাম, রানা মিয়া, তরিকুল ইসলাম, সুজন মিয়া, রানী বিবি, মাহমুদা বেগম, বেবী বেগম, সুলতানা বেগম সহ এলাকার সতেচন নারী পুরুষ। মানববন্ধন থেকে এ মামলায় জড়িত করা সকল বিএনপির নেতা কর্মীদের দ্রুত অব্যাহতি দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন।
Leave a Reply