1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :

 শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

  • শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৬৯
গোলাম রব্বানী শিপন, মহাস্থান বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।  তবে এবছর বৈশাখের মাতাল হাওয়া সকলেই মাতিয়ে দিয়ে যাক এবং প্রাণে ছুঁয়ে দিয়ে যাক–আনন্দের পরশ, বৈশাখের আগমনে” শুভ নববর্ষ”। তাই তো সারাদেশের ন্যায় শিবগঞ্জ উপজেলাতে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এরপর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ঐ স্থানে এসে শেষ হয় এবং উপজেলা পরিষদ হলরুমে এ  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার উন্মে কুলসুম সম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কমিশনার তাসনিমুজ্জান, পৌর মেয়ার  তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মনজুরুল আলম, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ ও সুধীজন।
এসময় প্রধান অতিথি ফিরোজ আহমেদ রিজু বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। রমজানের মধ্যে এ আয়োজনে যেমন রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে; তেমনি সর্বজনীন উৎসবের প্রাণের এ আহ্বানে এক সাথে মিলিত হতে হবে। বাঙালি সংস্কৃতির এ মিলন মেলার আয়োজনে অপশক্তিকে দেশীয় সংস্কৃতি দিয়েই রুখতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট