স্টাফ রিপোর্টারঃ ''সোনাতলার বয়ড়া উচ্চ বিদ্যালয়ের ল্যাব-সহকারী নিয়োগে লুকোচুরির অভিযোগ'' শিরোনামে অনলাইন পত্রিকা সোনাতলা সংবাদ এ সংবাদ প্রকাশের পর ওই বিদ্যালয় পরিদর্শন করেছেন সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। আজ বুধবার সকাল ১১টার দিকে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন।
সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন অনলাইন পত্রিকা সোনাতলা সংবাদকে বলেন, বয়ড়া উচ্চ বিদ্যালয়ে ল্যাব-সহকারী নিয়োগে বিধি মোতাবেক সকল নিয়ম ফলো করা হয়েছে। নিয়োগের বিষয়ে লুকোচুরির অভিযোগ সঠিক নয় বলে তিনি জানান।
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সরেজমিনে গেলে ওই এলাকার মামুন, পল্লব, ইমদাদুল, লিমন, মোনারুল, শহিদুল, স্বপনসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, ল্যাব-সহকারী পদে নিয়োগের আবেদনের জন্য আমরা অনেকভাবে খোঁজ-খবর রাখছিলাম কিন্তু কোন ফাঁকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলো তা কেউ জানে না। এমনকি বিদ্যালয়ের নোটিশ বোর্ডে কোন বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। একইদিন বিদ্যালয়ের অফিস সহকারীর সাথে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাজুল ইসলাম বলেন, এটা খুবই গোপনীয় বিষয় আপনাদের জানানো যাবে না। পরে তিনি সভাপতি শিপলুকে ফোন করে বিদ্যালয়ে আসতে বলেন। কিন্তু সভাপতি বিদ্যালয়ে আসেননি। তার কাছে বিজ্ঞপ্তির কপি দেখতে চাইলে তিনি বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ফাইল তাই আমার বাসায় রেখেছি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com