কাহালু ( বগুড়া) প্রতিনিধিঃ সাবেক এমপি ও বগুড়া জেলা জাসদের সভাপতি এ, কে, এম রেজাউল করিম তানসেন বলেছেন সকল ধর্মের মানুষের অধিকার রক্ষা করা আমাদের মূল লক্ষ্য। ধর্ম যার যার উৎসব সবার সকলের মধ্যে এই মানষিকতা থাকা দরকার। গত বছর দূর্গাপূজার সময় কতিপয় সাম্প্রদায়িক অপশক্তি সারাদেশে যে, অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে সেই অপশক্তি আর ভবিষ্যতে কোন ধরনের অশনি সংকেত ডেকে না আনতে পারে তার জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার আমলে সকল বর্ণের মানুষ শান্তি বসবাস করছেন। শান্তিপ্রিয় মানুষের মাঝে অশুভ শক্তি প্রবেশ করে যাতে অশান্তি সৃষ্টি করতে না পারে সেই দিকেও নজর রাখতে হবে। গতকাল সোমবার রাতে কাহালু কেন্দ্রীয় মন্দিরে দূর্গাপূজা পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের দপ্তর সম্পাদক দানা তালুকদার, কাহালু সোনাতন সংঘের সভাপতি ভ‚পেন্দ্রনাথ পাল, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অঞ্জন কুমার, সাধারণ সম্পাদক মহাদেব শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply