গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর তরফ ভাইখাঁ গ্রামবাসীর উদ্যোগে মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে বিরোধী সমাবেশ গতকাল সোমবার স্থানীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এসপি অফিসের সাবেক হিসাব সহকারী আলী মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন ইউএনও মোছাঃ নুসরাত জাহান বন্যা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার এসআই শরিফুল ইসলাম, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার বাদল ও পদ্মপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল স্বপন।
গাবতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল ওয়াজেদ আলীর পরিচালনায় স্থানীয় গণ্যমান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য পাতা প্রামানিক, মোছাদেক আলী, মোফাজ্জল হোসেন, শহিদুল ইসলাম, আজিজার রহমান, হারুনুর রশিদ, আতাউর রহমান গণি, শাওন, সেলিম, শিক্ষার্থী মারিয়া প্রমুখ।
উক্ত সমাবেশে ইউএনও বলেন, যে মুখে ডাকি মা সেই মুখে মাদক না। মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সব সময় প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। নিজের সন্তানদের প্রতি দায়িত্বশীল ও যতœবান হতে হবে। সন্তানদের অপরাদ থেকে দূরে রাখতে তাদের সঙ্গে বন্ধুর মতো আচারণ করতে হবে। সমাজকে বদলে দিতে সকলের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম।
Leave a Reply