গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা দেশের দারিদ্র ও অসহায় মানুষের ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষকে ভালো রাখতে বিভিন্ন ভাতা, স্বল্পমুল্যে চাল, টিসিবিপণ্য বিতরণ নানামুখী উন্নয়ন কাজ করে যাচ্ছে। এই রমজান মাসে অসহায় মানুষের কথা চিন্তা করে তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ইফতার পার্টি না করে সেই অর্থ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারই অংশ হিসেবে গতকাল বুধবার নাড়–য়ামালা ইউনিয়নে গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিনের নিজস্ব অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নাড়–য়ামালা ইউপি চত্ত¡রে ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, সাধারণ সম্পাদক ফয়সাল খান জনি, সিনিয়র সহ-সভাপতি ও নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদব আল রাজী জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল আলম খান রুমেন, বগুড়া পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাহানুর আলম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মাহমুদুন্নবী অটল, সবুজ, আলফাজ, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারঃ) রাকিব হাসানসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এরআগে নিজ অর্থায়নে সোনারায় ইউনিয়নের দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।
Leave a Reply