বগুড়া প্রতিনিধিঃ রবিবার বগুড়া গাবতলীর ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সরধনকুটি ক্লাস্টারের আওতায় ২১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আয়োজনে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভেন্দ সরকারকে বিদায় ও মাকছুদার রহমানকে বরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভেন্দ সরকার, নবাগত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাকছুদার রহমান, ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) হুমায়ন কবীর, ২২নং সরধনকুটি বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন,
মাসুন্দী মবজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা, জামিরবাড়িয়া বুড়িতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী।
তেলিহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন জামিরবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ছয়ঘড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, আটবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) হারুন অর রশিদ, শিক্ষক মুন্নুজান, তানভীন আকতার, উম্মে ওবাইদা, বাসন্তি রবিদাস, তিতাস মিয়া, মাসুদসহ সরধনকুটি ক্লাস্টারের আওতায় ২১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ।
শিক্ষকরা বিদায়ী ও নবাগত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান এবং বিদায়ী এটিওকে উপহার সামগ্রী প্রদান করেন।
Leave a Reply