বায়েজীদ (পলাশবাড়ী) গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় প্রতিবেশী দাদার লালসার শিকার ১৩ বছরের নাতনি। এরপর ৭ মাসের পুত্র সন্তান ভুমিষ্ট হয়ে মৃত্য হয়েছে।
জানা যায়, উপজেলার ধাপেরহাট বোয়ালীদহ গ্রামের আঃ সামাদ বয়স (৭৫)এর লালসার স্বীকার একই গ্রামের জনৈক্য ব্যক্তির মা হারা অসহায় ১৩ বছরের ৫ম শ্রেনী পর্যন্ত পড়ালেখা করা একটি মেয়ে। মেয়েটির বাবা বিয়ে করে সৎ মাকে নিয়ে ঢাকায় থাকে। এই সুবাদে দাদা সম্পর্কীয় সামাদ তার বাড়ীর সাংসারিক কাজ কর্ম করে নিতেন। এক পর্যায়ে দাদা আঃ ছামাদের লোলুপ দৃষ্টি পড়ে নাতনির দিকে। একদিন ফাঁকা বাড়ী পেয়ে মেয়েটিকে জীবননাশের ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে। এতে মেয়েটি গর্ভবতী হয়।
এদিকে মঙ্গলবার(৩০ মে) রাতে মেয়েটি একটি পুত্র সন্তানের জম্ম দেয়। বিষয়টি রাতেই ধামাচাপা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন আঃ ছামাদের পরিবার। এঘটনায় মেয়েটির আপন দাদী পারুল বেগম বাদী হয়ে সাদুল্যাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই নারী লোভী দাদা আঃ সামাদকে গ্রেফতার করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন।
শেষে ৭ মাসের পুত্র সন্তানের মৃত্যু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই, জিয়াউল মামুন জানান, মুল আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে হাসপাতালে আর মৃত নবজাতককে মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply