স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা প্রশাসক মোছা. হোসনা আফরোজা বলেছেন, অপরাধ, কিশোর অপরাধ, মাদকাসক্তি,, অপহরণ, আত্মহত্যা, নারী নির্যাতন,বাল্যবিবাহ, ছিনতাই ও সন্ত্রাসের মতে সামাজিক বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সবাইকে একত্রিত হয়ে রুখে দাঁড়াতে হবে। প্রয়োজনে তাদেরকে শক্তহাতে দমন করার আহবান জানান।
মঙ্গলবার(১৯ আগস্ট) দুপুরের দিকে সোনাতলা উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ বিতরণ, ঢেউটিন, শুকনা খাবার, স্প্রে মেশিন ও সেলাই মেশিন সহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হোসনা আফরোজ উপরোক্ত কথাগুলো বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক,জেলা প্রশাসক কার্যালয়ের সিএ মামুনুর রশিদ, উপজেলা কৃষি
কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম,সোনাতলা সদর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বেলাল,জোড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী, পাকুল্লা ইউনিয়নের চেয়ারম্যান লতিফুল বারী টিম সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সুবিধাভোগীরা।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার ৯০টি পরিবারের মাঝে শুকনা খাবার,প্রশিক্ষণপ্রাপ্ত ১০জন মহিলার মাঝে সেলাইমেশিন,১০জন কৃষক-কৃষাণীর মাঝে স্প্রে মেশিন ও হতদরিদ্র ১০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন প্রধান অতিথি। এর আগে প্রধান অতিথি হোসনা আফরোজা উপজেলার বালুয়া ইউনিয়ন ভূমি অফিস,পৌরসভা, থানা ও মধুপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
Leave a Reply