মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ আগামী ৮ই মে-২৪ ৬ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (৩রা মে) সকালে প্রেসক্লাব কার্যালয়ে সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উড়োজাহাজ প্রতীক নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা রাকিবুল হাসান রুপু।
মতমিনিময় সময় তিনি বলেন, আমি এই উপজেলা বাসীর সেবক হিসেবে কাজ করার জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে এসেছি। আমি উপজেলার সম্মানিত ভোটারদের কাছ থেকে একটি করে ভোট ও দোয়া প্রার্থনা করছি। আমি শতভাগ আশাবাদী জনগণ আমাকে উড়োজাহাজ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে মাননীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মহোদয় এর সাথে সমন্বয় করে এলাকার উন্নয়নে কাজ করবো।
তিনি আরও বলেন, ভোটারগণ যেনো নির্বিঘ্নে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে আসতে পারে এই জন্য প্রশাসন সহ গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করছি। মতবিনিময় সময় অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply