মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে হাটশেরপুর ইউনিয়নের সাহানবান্দা স্পার এর পাশে থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে কুপতলা এলাকার মৃত তাছির উদ্দিনের ছেলে মহিদুল (৩৫) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ অনুযায়ী অবৈধ ভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান জানান, এ উপজেলায় যে কোনো জায়গায় অবৈধ বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com