মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধ ইলেকট্রোফিশিং এবং চায়না দুয়ারী জালের বিরুদ্ধে যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (২ জুন) থানা পুলিশের সহযোগিতায় সকাল হতে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশ কিছু মাছ ধরার নৌকা তল্লাশী করে কোন প্রকার ইলেকট্রিক ডিভাইস পাওয়া যায়নি। অভিযানে প্রায় ১৭৬ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয় এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ।
Leave a Reply