মিলন,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ একটি ভালো কাজের মধ্যদিয়ে নতুন বছরের সূচনা করলেন সারিয়াকান্দি থানার ওসি। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের অসহায় নৈশ-প্রহরী মহসীন আলী ও তার পরিবারের পাশে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে মানবিক এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ১লা জানুয়ারী, রবিবার সকালে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী চাল,ডাল,তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঐ পরিবারের কাছে পৌঁছে দেন। এ সময় থানার পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) আশরাফুল আলম, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিবলী সরকার উপস্থিত ছিলেন।
সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী বাজারের ঐ নৈশ- প্রহরী দীর্ঘদীন যাবত অসুস্থ্য থাকায় শীতের মধ্যে সহায়তা নিয়ে তার বাড়িতে গিয়ে পাশে দাঁড়ান মানবিক ওসি রাজেশ কুমার চক্রবর্তী। এসময় অসহায় নৈশ প্রহরী মহসীন আলীর পরিবারের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন তিনি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com