পলাশ মন্ডল, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদের আয়োজনে জানুয়ারি- ২০২৪ এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম প্রমুখ। এ সময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যানগণ, পৌর কাউন্সিলর সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply