পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে সুবিধাবঞ্চিত জনসাধারণের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করেই দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের শিমুলতাইড় আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা’র উপস্থিতিতে এই আশ্রয়ণ প্রকল্পের ২৬০ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক বলেন,মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল-আযহা। এই ঈদে বিত্তবানরা সচরাচর কোরবানি দিয়ে থাকেন। কিন্তু যারা আশ্রয়ণ প্রকল্পের আওতায় আছেন, তারা কোরবানি দিতে পারেন না বিধায় ঈদের খুশি তাদের কাছে অনেকটা আনন্দহীন হয়ে যায়। এসব মানুষের কথা চিন্তা করে, তাদের মুখে হাসি ফোঁটাতে আমরা তাদের সাথের ঈদের আনন্দটা ভাগাভাগি করতে এসেছি।
Leave a Reply