প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ১২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২২, ১:৪০ অপরাহ্ণ
সারিয়াকান্দিতে এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত
সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সারওয়ার ইউসুফ জামাল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৮০২ জন,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২৫৫ জন, ফাযিল মাদ্রাসায় ১৯৫ জন, ফুলবাড়ি গমির উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে সাধারণ ৪৪২ জন এবং কারিগরি শাখায় ১২২ জন সহ ৪টি কেন্দ্রে পরীক্ষার মোট ২ হাজার ৮ শত ১৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। ৪টি কেন্দ্রে অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা ৪০ জন।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ২০০ গজের মধ্যে সকল দোকানপাট বন্ধ থাকবে, পরীক্ষা শেষ হলে দোকান পাট খুলবে। কেউ যেন প্রশ্ন পত্র ফাঁস করতে না পারে এজন্য আলাদা টিম গঠন করে নজরদারি চালানো হচ্ছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত