পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা দিয়েছে সারিয়াকান্দি উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। আজ সোমবার (১৩ মে) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সারিয়াকান্দি থেকে বদলিজনিত কারণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
জানা যায়, সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাকের নতুন কর্মস্থল ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়। সবুজ কুমার বসাক ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য। তিনি ২০২৩ সালের ১৯ এপ্রিল এসিল্যান্ড হিসেবে এ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছিলেন।
মাঠ পর্যায়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করা জনপ্রিয় এই কর্মকর্তা সততা,দক্ষতা ও আন্তরিকতা দিয়ে সারিয়াকান্দিবাসীর ভালবাসা জয় করে বিদায়লগ্নে প্রশংসায় ভাসছেন তিনি। সাধারণ মানুষের সাথে প্রশাসনের সেতুবন্ধন সৃষ্টি করে উপজেলা প্রশাসনের ভাবমূর্তি উজ্জল করেছেন এসিল্যান্ড সবুজ কুমার বসাক।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তৌহিদুর রহমান, উপজেলার সকল সাংবাদিকবৃন্দ প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com