পলাশ মন্ডল, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে পাইকপাড়া গ্রোয়েন বাঁধ তিন মাথার মোড়ে একটি কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। থানা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুন রবিবার রাত ৮টা ৩০ মিনিটে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নুরুজ্জানের ছেলে টিপু মিয়া। ঐ রাতেই দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে। সোমবার সকালে প্রতিদিনের মতো দোকান খুলিতে আসে দোকানের মালিক টিপু মিয়া। দোকানের সামনে গেলে সব গুলো তালা ভাঙা দেখতে পায়। তাৎক্ষণিক ভাবে দোকানে প্রবেশ করে দেখে কোনো মালামাল নেই। যাহার আনুমানিক মূল্য ৯ থেকে ১০ লাখ টাকা। এ ঘটনায় দোকানের মালিক টিপু মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, চুরির ঘটনায় দোকানের মালিক বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। চুরির মালামাল উদ্ধারের জন্য থানা পুলিশ অভিযানে নেমেছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com