পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: বগুড়া সারিয়াকান্দিতে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার(২৭ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সারিয়াকান্দি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৯শ’ কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল হালিম।
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র মতিউর রহমান মতি,চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী হিরো,উপ সহকারী কৃষি কর্মকর্তা কুদরত আলীসহ বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী কৃষকগণ এবং উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে জন প্রতি ৫ কেজি করে উফশী আউশ ধান বীজ ও সার এমওপি ১০ কেজি এবং ডিএপি ১০ কেজি করে বিতরণ করা হয়।
Leave a Reply