পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫০ টি পরিবারের মাঝে ঘর সহ ২০টি করে মুরগী, ৯ কেজি দানাদার খাদ্য ও ওষুধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকালে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌহিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শাহ আলম। উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: তমাল মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মতিউর রহমান মতি, ভেটেরিনারি সার্জন ডা: মো. আব্দুল্লাহ। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply