পলাশ মন্ডল, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা কৃষি অফিস কর্তৃক বর্তমান রবি/২৩-২৪ মৌসুমে উপজেলার ৬৭৪০ জন ক্ষুদ্র ও প্রান্তি কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান।
রবিবার (৫ নভেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। উক্ত কৃষি প্রনোদনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, চলতি অর্থ বছরে সরিষা সহ ধান, পাট, গম, ভুট্টা, সুর্যমুখি, মসুরডালের বীজ মোট ৬৭৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতরন করা হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি সম্পাদক সাইফুল ইসলাম দুখু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কুদরত আলী।
Leave a Reply