মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের সাধারণ সভা ও ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পৌর বাজার অস্থায়ী কার্যালয়ে সারিয়াকান্দি গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন ঢাকা সহ-সভাপতি ও বগুড়া জেলা গৃহ নির্মাণ পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব কামরুল আলম রিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি আলমগীর হোসেন আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড: শরিফুল ইসলাম হিরা।
এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন মাহমুদ বিতান, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শুভ সহ গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের সকল সদস্যবৃন্দ। পরে সকল সদস্যদের উপস্থিতিতে কন্ঠঃ ভোট অনুষ্ঠিত হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের নব-নির্বাচিত কার্য-নির্বাহী কমিটিতে লিমন সাকিদার সভাপতি, মুকুল প্রামানিক সাধারণ সম্পাদক ও আমিরুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নব-নির্বাচিত কমিটিতে সহ-সভাপতি শহীদ রতন, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শহীদ, সহ-সাংগঠনিক সম্পাদক রবিন প্রামানিক, কোষাধক্ষ্য রহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শহীদ প্রামানিক, প্রচার সম্পাদক ডালিম মন্ডল, ক্রীড়া সম্পাদক শুকুর আলী, ধর্মীয় সম্পাদক হযরত আলী, কার্য নির্বাহী সদস্য জিন্নাহ প্রামানিক, ডাবলু মিয়া ও মিনু ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন।
Leave a Reply