পলাশ মন্ডল, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর পাড় ভাঙ্গা শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে চালুয়াবাড়ী ইউনিয়নের শিমুলতাইড় গ্রাম ও শিমুলতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯ জুন, সোমবার দুপুরে ঐ গ্রাম ও বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক। এ সময় নদী ভাঙ্গন রক্ষার্থে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবির, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার,চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশাসহ উপসহকারী শিক্ষা কর্মকর্তা,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক জানান,পানি উন্নয়ন বোর্ড কিছুক্ষণের মধ্যেই বালুর ব্যাগ ফেলা শুরু করবে। স্কুলে খুটি গেঁড়ে লাল ফিতা দিয়ে সীমানা চিহ্নিত করে দিয়েছি যাতে করে ছাত্র-ছাত্রীরা নদীর কিনারায় গিয়ে কোন ধরণের বিপদের সম্মুখীন না হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের নির্দেশনা দিয়েছি। নাইটগার্ডসহ সহযোগী অন্যান্যরা যেন সার্বক্ষণিক অবস্থান করে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছি। বিদ্যালয় এবং গ্রাম রক্ষার্থে আমাদের সকল ধরণের প্রস্তুতি রয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com