পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে চালুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) সকাল ১১টার দিকে বিরামের পাঁচগাছী শওকত আলী চেয়ারম্যানের বাড়িতে চালুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল রহমান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টু, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল,পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান মতি,ভাইস চেয়ারম্যান লিখন মিয়া,কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চালুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সোহেল।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com