মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে এক ব্যবসায়ীকে ১৫,০০০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ জানুয়ারি) থানা পুলিশের সহযোগিতায় এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমানের উপস্থিতিতে পৌর এলাকার হিন্দুকান্দিতে অবৈধ ভাবে ধান ও চাল মজুদকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক। অভিযান পরিচালনাকালে লাইসেন্সবিহীন গুদামে প্রায় ৪ টন চাল মজুদ রাখার অপরাধে কৃষি বিপনন আইন- ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার একটি মামলায় হিন্দুকান্দি এলাকার ওয়াহেদ আলীর ছেলে ইলিয়াস উদ্দীন (৪০)কে ১৫,০০০ (পনেরো) হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক জানান, অবৈধভাবে চাল মজুদ রাখার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com