সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দিতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি স্কুল শিক্ষক মশিউর রহমান ওরফে মিশু (২৫) এর জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) হাজতি ওই আসামির জমিনের আবেদন বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির শুনানি শেষে নামঞ্জুর করেন।
উল্লেখ্য, সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি গ্রামের শাজাহান আলীর ছেলে আসামি মশিউর রহমান ওরফে মিশু সারিয়াকান্দির একটি বিদ্যালয়ে গণিত বিভাগের খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলো। ওই আসামি সারিয়াকান্দিতে তার ভাড়া বাসায় ছাত্র ছাত্রীদেরকে প্রাইভেট পড়াতো।
ঘটনার ৩ মাস আগে থেকে অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে ওই স্কুল শিক্ষক তার ভাড়া বাসায় প্রাইভেট পড়ানো শুরু করে। এক পর্যায়ে গত ৫ জুন ওই ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে বেলা সোয়া ৯ টার দিকে শিক্ষক মশিউর রহমান তাকে ধর্ষণ করে।
পরে ১০ জুন ওই ছাত্রী তার মাকে ঘটনাটি জানায় এবং এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে সারিয়াকান্দি থানায় এই মামলা দায়ের করার পর পুলিশ ১২ জুন ওই আসামিকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com