পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ "জন্ম-মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ অক্টোবর (শুক্রবার) সকালে জাতীয় জন্ম-মৃত্যু দিবস উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালী শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, সকল ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলরগন, ইউনিয়ন সচিব, গ্রাম পুলিশসহ সাংবাদিক বৃন্দ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে পৌরসভাসহ প্রত্যেক ইউনিয়ন পরিষদের শ্রেষ্ঠ গ্রাম পুলিশকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com