1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ধান কেটে মজুরি না পাওয়ায় ৫ দিনমজুরের থানায় অভিযোগ গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া কলেজ সরকারীকরণের দাবীতে লিফলেট বিতরণ কাহালুতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার কাহালুতে দুই ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় ১০২ মুক্তিযোদ্ধাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চিঠি সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত সোনাতলায় এক সন্তানের জননীকে নিয়ে যুবক উধাও, থানায় অভিযোগ সোনাতলায় পুরাতন সুবিধাভোগীদের মাঝেই ভিডব্লিউবির চাল বিতরণ সোনাতলায় বাঙ্গালী নদীতে মাছ ধরতে যান স্বামী, বাড়িতে স্ত্রীকে ধর্ষণ করলেন বৃদ্ধ!

সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

  • রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৩২

সোনাতলা সংবাদ ডেস্কঃ সারিয়াকান্দিতে জমি নিয়ে দ্বন্দ্ব ও সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় তানভীর রহমান (১৭) নামে এক কলেজ ছাত্রের মাথা ফেটে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তানভীর সৈয়দ আহম্মেদ কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। গত শুক্রবার বিকেলে উপজেলার হাটশেরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে হাটশেরপুর ইউনিয়নের হাটশেরপুর গ্রামের সায়েজ্জামান ওরফে সাদু আকন্দের ছেলে শাহজাহান আলী বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, হাটশেরপুর ফজলার রহমান (৫৫), সাইফুল ইসলাম (৪৮), সোহেল মিয়া (৩০), রিপন মিয়া (৩৮), রাকিবুল ইসলাম (৩২), রাব্বি মিয়া (২৬) ও তরিকুল ইসলাম বিপ্লবদের (৪২) সাথে সাদু আকন্দের জমাজমি সংক্রান্ত বিবাদ চলমান ছিল।
এ সূত্রে গত শুক্রবার বিকেলে ফজলার রহমানের নেতৃত্বে সাদু আকন্দের লোকজনের উপর হামলা চালানো হয়। হামলায় তানভির রহমানের মাথায় হাসুয়া দিয়ে আঘাত করা হয়। ফলে ঘটনাস্থলেই সে আহত হয়। তানভীর হাটশেরপুর গ্রামের হেলাল গ্রামানিকের ছেলে।

এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। তারা হলেন, শাহজাহান আলী (৩৮), শাহজাহানের ছেলে দুখু মিয়া, তার স্ত্রী বিলকিস বেগম, একই গ্রামের ইলিয়াস আলীর ছেলে আব্দুল মান্নান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সারিয়াকান্দি থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, মসজিদের একটি খাস জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট