পলাশ মন্ডল, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম উপর বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারজিয়া আখতার বানু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ সফলভাবে পালনের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com