
সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সমনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ/২২ উপলক্ষে সংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম। মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ সাংবাদিকদের বলেন, বর্তমানে বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ইলিশ উৎপাদনে বাংলাদেশর অবস্থান বিশ্বে প্রথম, মৎস্য উৎপাদন প্রবৃদ্ধিতে দেশের অবস্থান বিশ্বে তৃতীয়। তিনি আরো বলেন, বিভিন্ন কর্মসূচীর মধ্যে ২৩ হতে ২৯ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ পালন করা হবে। এর মধ্যে প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক প্রচারনার অংশ হিসেবে মাইকিং, পোনা অবমুক্ত,পানি পরীক্ষা, মৎসজীবি ও মাছচাষীদের সাথে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক শিবলী সরকার, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংবাদিক আমিনুল ইসলাম হিরু, আক্তারুজ্জামান, ইমরান হোসেন রুবেল, খায়রুল আলম, সুমন কুমার সাহা, রাশেদ প্রমুখ।
Related
Leave a Reply