সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে থানা এলাকায় রবিবার রাতে পুলিশের অভিযান পরিচালনা করে জাল টাকাসহ বিভিন্ন মামলার গ্রেফতার পরোয়ানাভুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত জাল টাকার ব্যবহারকারী হলো, দুঁপচাচিয়া উপজেলার বনতেতুলিয়া উত্তরপাড়ার মৃত আশরাফ মন্ডলের ছেলে রাসেল মন্ডল বিপ্লব (৩০)। এ সময় তার নিকট থেকে ৩টি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। এ ছাড়াও নিয়মিত মামলা ও গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামী শাকিব হাসান (১৯), পিতা- আজাহার মন্ডল, সাং-রামনগর বাগবাড়ী, মোমিন সরকার (৪১),পিতা-মৃত আজগর আলী সরকার,সাং-হিন্দুকান্দি, বকুল মিয়া, পিতা-মৃত মুগলু মিয়া, সাং-কোয়েরপাড়া, থানা সারিয়াকান্দি, জেলা বগুড়াগনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের সোমবার সকালে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com