পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে শুক্রবার (৪ঠা আগষ্ট)রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, ১। গাথলু মিয়া (৫২), পিতা-মৃত মন্তেজার মন্ডল, সাং-সামপুর, থানা-সোনাতলা, ২। পল্লব মিয়া (৪০), পিতা-মৃত হায়দার আলী, স্থায়ী সাং-ময়েনপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর, বর্তমান সাং-জহুরুল নগর, থানা-বগুড়া সদর, ৩। সুমন ইসলাম (৩০),পিতা- শামসুল হক, সাং- হামছাপুর ধুনট মোড়, ৪। রুবেল আহম্মেদ (৩৩), পিতা-মৃত জহুরুল ইসলাম, সাং-দড়িখাগা, উভয় থানা-শেরপুর, সর্ব জেলা- বগুড়াগনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়। এ ছাড়াও ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় আসামী ১। শফিউল্লাহ সাজু (৪৫),পিতা-মৃত কমর উদ্দিন প্রামানিক, সাং-কুপতলা পশ্চিমপাড়া, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়। আসামীদের জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।
Leave a Reply