পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে মঙ্গলবার (১১জুলাই) সকালে পৌরসভা,থানা, মডেল প্রাথমিক বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও ভূমি অফিস পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাকের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, পৌর মেয়র মতিউর রহমান মতি। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধা,সুধিজন,শিক্ষকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply