সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের পাইকড়তলী গ্রামে পাইকড়তলী মৌজার দাগ নং ১৯১৩ এর ৩০ শতক জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে প্রতিপক্ষ দল। এই ঘটনায় মিজানুর রহমান লিটন বাদী হয়ে তার পৈত্রিক সম্পত্তি জোড়পূর্বক দখলের চেষ্টা করায় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা, যায়,৷ ৮ অক্টোবর (রোববার) দুপুরে একই এলাকার মৃত রমজান মন্ডলের ছেলে মাহবুব এবং স্ত্রী হাসনা বেগম সহ অজ্ঞাত ৭/৮ জন হাতে রাম দা, কোদাল, ধারালো হাসুয়া, কুড়াল ইত্যাদি নিয়ে জমিতে এসে বাদী মিজানুর রহমান লিটনের লাগানো ৩ বছর বয়সী ৫০টি ইউক্যালিপটাস ও আনুমানিক ২০০টি কলা গাছ কেটে ফেলেছে। এ বিষয়ে অভিযোগকারী মিজানুর রহমান লিটন এর সাথে কথা হলে তিনি জানান, আমার জমিতে লাগানো গাছ কেটে প্রতিপক্ষ বাড়িতে নিয়ে গেছে এবং আমার কলা বাগানের কলা সহ গাছ কাটার ফলে প্রায় ২,০০,০০০ টাকার ক্ষতি হয়েছে।
এ সময় লিটন আরও বলেন, আমার এই পৈতৃক জমি আমাকে দখল না দিয়ে তারা দীর্ঘদিন ভোগদখল করে আসছিলো, পূর্বের এই বিবাদ থাকায় আদালতে মামলা করা হয়েছিলো। ২০১৯ সালে আদালতের ডিক্রি নিয়ে আদালত থেকে ম্যাজিস্ট্রেট এসে আমাকে জমি দখল দিয়ে যায়। আমি আমার জমি পুনরায় দখল পেয়ে জমিতে চাষাবাদ শুরু করি। এরপর থেকেই বিবাদী মাহাবুব আমার কাজে বাঁধা দেয়। আমাকে প্রাণনাশের হুমকি দেয়। সেই সূত্র ধরেই জমি জোরপূর্বক দখল করার লক্ষ্যে রোববার দুপুর ২ টায় আমার অনুপস্থিতিতে জমিতে এসে আমার লাগানো সব গাছ কেটে নিয়ে যায়। এতে আমার মা বাঁধা দেওয়ার চেষ্টা করলে রাম দা দিয়ে তাকে হত্যা করার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে। জমি দখল করতে না পারলে আমাকে রাস্তাঘাটে একা পেলে হত্যা করার হুমকিও দেয় তারা।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ বিষয়ে সোমবার বিকেলে থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply