মিলন, সারিয়াকান্দি (বগুড়া)ঃ বগুড়ার সারিয়াকান্দিতে ৫শ’ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ফিরোজ মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ বগুড়া। ফিরোজ মিয়া পৌর এলাকার ৮ নং ওয়ার্ড বাড়ইপাড়া এলাকার রেজাউল করিম ওরফে মেলেটারী ছেলে। সে দীর্ঘদিন যাবত নিজ এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা আসছিলো। গত ২৭ ডিসেম্বর বিকেলে সারিয়াকান্দি বাজার এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে মাদক সহ গ্রেফতার করে মাদক আইনে মামলা দিয়ে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply