পাভেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার দীঘলকান্দি তরফদারপাড়া এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মৃত আব্দুল খালেক তরফদারের ছেলে মোঃ রুবেল তরফদার (৩৮) কে ৭০(সত্তর) পিস ট্যাপেন্টাডল ও আন্দরবাড়ী পৌর এলাকার আলতাব হোসেনের ছেলে মোঃ মাসুম মিয়া (২৪) কে ৩০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com