পলাশ মন্ডল, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে থানা এলাকায় বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতিকালে আবু হানিফ সোহাগ (২৮), পিতা-আবু তালেব, সাং- ভান্ডারপাইকা (উত্তরপাড়া) থানা-শাজাহানপুর,মিজানুর রহমান (২৫), পিতা- রেজাউল করিম, সাং-হাতিবান্ধা দক্ষিনপাড়া, উজ্জল (২৪), পিতা- আব্দুর রহিম, সাং-মড়িয়া ছয়মাইল, তারেক হাসান (২০), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক, সাং-হাতিবান্ধা দক্ষিনপাড়া, সর্ব থানা-গাবতলী, জেলা-বগুড়াগনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যবহৃত সিএনজি, দুইটি বার্মিজ চাকু, দুইটি কাঠের হাতল যুক্ত হাসুয়া উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে গাবতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে একটি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার ও জব্দ করা হয়। এছাড়াও থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ১ জন এবং ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার সকালে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com