পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: সারিয়াকান্দিতে বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এর আগে গত ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার ৮টি বিদ্যালয়ের মধ্যে চূড়ান্ত পর্বে ২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘‘প্রতিরোধ নয় দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’ এই বিতর্কের বিষয়ে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মাজেদা রহমান স্কুল এন্ড কলেজের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় সারিয়াকান্দি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মাজেদা রহমান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাসমুর তমা।
প্রতিযোগিতা শেষে সারিয়াকান্দি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল রশিদ সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা কার্যালয়ের সহকারি পরিচালক জাহিদুর ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বাদশা।
বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ,উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন।
এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম,দিলীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মুক্তি,দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রফিকুল ইসলাম, সদস্য সাংবাদিক পাভেল মিয়া, ফজলে রাব্বি,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও বই প্রদান করা হয়।
Leave a Reply